ডেস্ক নিউজঃ
লা লিগায় দাপুটে জয় পেয়েছে লিওনেল মেসির বার্সেলোনা।
লা লিগায় ভায়াদলিদের মাঠে গিয়ে শুরু থেকেই হোস্টদের ওপর চড়াও হয় লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচে প্রথম গোল আসে ২১ মিনিটে। মেসির অ্যাসিস্ট থেকে হেডে ভায়াদলিদের জাল কাপান সেন্টার ব্যাক ক্লেমো লংলে।
ম্যাচের সেকেন্ড গোলটা এসেছে ৩৫ মিনিটে। সার্জিও ডেস্টের পাস থেকে বার্সার হয়ে লিড ডাবল করেন মার্টিন ব্রাথওয়েট। শেষ গোলটা করেছেন লিওনেল মেসি। ইয়াং স্টার পেদ্রির অ্যাসিস্ট থেকে এসেছে লিওর গোল।
এদিকে, অ্যাওয়ে ম্যাচে রিয়াল ভায়াদলিদকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। ইতালিয়ান লিগে একই ব্যাবধানে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস। ঘরের মাঠে নিচের সারির দল ফিওরেন্তিনার কাছে হেরে টেবিলে আরও এক ধাপ নিচে নেমে গেছে তুরিণের ওল্ড লেডিরা।