কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের চকমখলায় জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্মরণিকা “অর্ণব ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আলিম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও অর্ণব নির্বাহী সম্পাদক মুহাঃ ইমাম হাছান খান এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কৃষি পরিবেশ সমাজ উন্নয়ন সংগঠক সাহিত্যিক মতিন সৈকত।
তিনি বলেন “আমাদের সন্তানদরকে সামাজিক, মানসিক এবং ব্যবহার প্রতিবন্ধি থেকে রক্ষা করে সৃজনশীল মানবিক কল্যাণমূলক কাজে উৎসাহিত করতে হবে।”
প্রধান বক্তা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, ছড়াকার, শশীকর ও স্মরণিকা অর্ণব সম্পাদক খন্দকার আল মামুন প্রতিষ্ঠানের ইতিহাস এবং কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গীতিকার, শিল্পী, ছড়াকার গোলাম নবী পান্না। ছড়াকার ও টুপটাপ সম্পাদক ওমর ফারুক নাজমুল, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান, সাংবাদিক শরীফ প্রধান, পরিষদের সাবেক সভাপতি মিজানুর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মোঃশাহেদ আলম, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃজামাল আহমেদ মেসবাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের প্রাক্তন সিনিয়র সহ সভাপতি গীতিকার মোঃইউসুফ নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃজুবায়ের হোসেন,অর্থ সম্পাদক খন্দকার হুমাইদ,দপ্তর সম্পাদক মোঃসবুজ মিয়া এবং মোঃ হাসসান। অনুষ্ঠানে অর্ণবের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।