ফয়সাল, স্টাফ রিপোর্টঃ
কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়নের আশিয়াদারি গ্রামের ফিরোজ আলম তুহিন (২৫) নামক এক ছেলে ফেসবুকে তার জীবনের শেষ স্ট্যাটাস লিখে আত্যহত্যা করেছেন। তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসের শিরোনামে ছিলো “জীবনের শেষ স্ট্যাটাস লিখেই গেলাম”। স্ট্যাটাসটি তার নিজের ফেসবুক ওয়ালে পোস্টদিয়ে সে বিষপান করে আত্মহত্যা করেন। এই তরুন আশিয়াবাদ গ্রামের তোসলিম হোসেন সেলিমের একমাত্র ছেলে।
জানা যায়, ফিরোজ আলম তুহিন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত ছিলেন। ফেসবুকের স্ট্যাটাস সূত্রে জানা যায়, পরিবারের চাপ, তার ভবিষ্যৎ এর কথা চিন্তা, চাকুরি, জীবন সঙ্গিনী ইত্যাদি বিষয়াদি নিয়ে ডিপ্রেশনে ভূগছিলেন। গত ৩ মাস ধরে এসব নানান চিন্তা ভাবনা ও মানষিক চাপ সহ্য করতে না পেরে আত্যহত্যার পথ বেছে নেন তুহিন আলম ফিরোজ।
সে তার স্ট্যাটাসে লিখে ছিলো – জীবনের শেষ স্ট্যাটাস লিখেই গেলাম! আসলে আমি কি?
জীবনে না পারলাম বাবা ও মায়ের ভালো একজন সন্তান হতে! না পারলাম আদোরে বোনদের কাছে ভালো একজন ভাই হতে, আর না পেরেছি আত্মিয়-স্বজনদের কাছে ভালো কেউ হতে। এমন কি কারো কাছেই কারো মনের মতো হতে পারিনি, যদিও একজের কাছে আমি খুব প্রিয় কিন্তু তার পরিবারের কাছে হতে পারিনি যোগ্য। এই জীবনে শুধু সমস্যা আর সমস্যা! পরিবারের চাপ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা, চাকুরি, জীবন সঙ্গিনী এতো ডিপ্রেশন সব মিলিয়ে মনে হয় দম বন্ধ হয়ে আসছে।
এমন আরো অনেক অভিযোগ ছিলো তার ফেসবুক পোষ্টে, তার মনে চেপে রাখা অনেক কথা তার ফেসবুকে লিখে সবার কাছে বিদায় নিয়ে আত্মহত্যার পথ বেছেনেন ফিরোজ আলম তুহিন।