কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ৮ই ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে সামনে রেখে আয়োজনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে উপজেলা সদরে দলের উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ ন ম ইলইয়াছের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, মুরাদনগর উপজেলার সাবেক আমির মনছুর মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানা আমীর আবদুর রহিম, উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, বায়তুল মাল সম্পাদক আবু বকর সরকার, উপজেলা যুব-বিভাগের সভাপতি জালাল উদ্দিন, শ্রমিক কল্যান সভাপতি খোরশেদ আলম, সদর ইউনিয়নের টিম সদস্য নাজমুস সাকিব তন্ময় প্রমুখ।
সভায় আসছে আগামী ৮ই ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার কর্মী সম্মেলনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।