আন্তর্জাতিক ডেস্কঃ
কিছুদিনের মধ্যেই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশ কিছু নীতিমালা প্রণয়ন করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন।
শনিবার (২৩ জানুয়ারি) হোয়াইট হাউজের জাতীয় জলবায়ু উপদেষ্টা গিনা ম্যাককার্থি এমনটাই জানিয়েছেন।
তিনি বলেছেন, এই সপ্তাহের মধ্যেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।তবে ঠিক কী ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে তা স্পষ্ট করে জানাননি তিনি।
যদিও এরই মধ্যে নির্বাহী আদেশে আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। সেই সঙ্গে কি-স্টোন এক্সএল পাইপলাইন চুক্তি বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
এদিকে, দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলছেন, জলবায়ু পরিবর্তন করা গেলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের অর্থনৈতিক রূপান্তর ঘটবে।