ভাদ্র মাসের অষ্টমীতে কংস কারাগারে,
সেদিন কৃষ্ণ জন্ম নিলো দৈবকীর উদরে।
আপন মামার কারাগারে বন্দী ছিলো মা,
কৃষ্ণ পক্ষের অষ্টমী রাত প্রসব বেদনা।
বসুদেব নিয়ে রাখে মথুরায় নন্দের আলয়ে,
সেই খানেতে বাড়ে কৃষ্ণ দিন ক্ষন নিয়ে।
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গেলো মথুরাতে,
জন্ম নিল দেব কৃষ্ণ কলি উদ্ধারিতে।
কারাগারে বন্ধ সবি তালা অষ্টমীতে,
নিজেই খুললো কারা ঝড় বাদলের রাতে।
দিনে দিনে মথুরাতে বাড়ে বংশীধারী,
শ্রীকৃষ্ণের জন্মদিনে হলো বৃষ্টি ভারী।
পুত্র পেয়ে নন্দ মেতে উঠে আনন্দেতে,
দৈবকী উদরে জন্ম পালন যশোদার হাতে।
কেউ জানে না কোথায় জন্ম নন্দের নন্দন,
মথুরাতে জানে না কেউ ছিলো কার ধন।
কংস ধ্বংস করায় ছিলো গোপালের মতি,
কারাবাসে তাইতো জন্ম কানাইয়া সারতি।
কৃষ্ণের মুরালি বাজে সু মধুর সুরে,
ভগবান ধরায় এলো শিশু রুপ ধরে।