ডেস্ক রিপোর্টঃ
কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, জয়পুরহাট ও নাটোরে পানিতে ডুবে ১০ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রামের রৌমারীতে নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, খালার বাড়িতে বেড়াতে গিয়ে সোনাভরি নদীতে গোসলে নামে পাঁচ খালাতো ভাইবোন।
এসময় দুইজন উঠে আসতে সক্ষম হলেও বাকি তিনজন ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কিশোরগঞ্জের নিকলীতে পুকুরে ডুবে একই পরিবারের দুইজনসহ তিন শিশু মারা গেছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর, মেহেরপুর ও নাটোরে নলডাঙ্গায় পানিতে ডুবে আরও চার শিশু ও জয়পুরহাটের পাঁচবিবিতে নদীতে ডুবে এক বৃদ্ধ মারা গেছেন।