নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় চেয়ার টেবিল ভাংচুরসহ, ককটেল, দেশিয় অস্ত্রসস্ত্রসহ ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
আজ শনিবার দুপুরে নাটাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী নজরুল ইসলাম কামাল (ডালিম মার্কা) এবং মিজানুর রহমান (পাঞ্জাবি মার্কা) সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ ঘটে।
উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ায় দশ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিলো। এখন পুনরায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে।