মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
শেখ রাসেল এর ৫৮ তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ্#৩৯;খ্#৩৯; বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাফায়াত ইসলাম শাফি।
শাফি মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্র। সে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাংবাদিক সফিকুল ইসলাম ও সাবিনা ইয়াছমিন শান্তার একমাত্র ছেলে।
১৮ অক্টোবর (সোমবার) কুমিল্লা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২১ এর চিত্রাংকনে দ্বিতীয় স্থান অর্জনকারী সাফায়াত ইসলামের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও অতিথিবৃন্দ।
তার সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি-সাধারন সম্পাদকসহ সকল সাংবাদিকবৃন্দ। এদিকে সাফায়াত ইসলাম সাফির বাবা-মা তাদের ছেলের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।