ডেস্ক রিপোর্ট:
রাজশাহীতে একটি ড্রামের ভেতর থেকে নারীর মৃতদেহ পাওয়া গেছে। তার পরিচয় পাওয়া যায়নি। নিহত নারীর বয়স হতে পারে ২০ থেকে ২৫ বছর।
শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় একটি ডোবায় মরদেহ ভর্তি চালের ড্রামটি পাওয়া যায়।
সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শাহমখদুম থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ‘মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোন এলাকায় শ্বাসরোধে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছিল। মৃতদেহটির গলায় ওড়না পেচানো ছিলো। ধর্ষণ হয়েছে কিনা তা পরীক্ষার জন্য বলা হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা হচ্ছে’।