কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে তারা দাবি করেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় মাধাইয়া দক্ষিণ বাজারে আবদুল মতিন এর মালিকানাধীন লেপ তোষকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী মেসার্স আলম এন্ড সন্স নামের একটি রং ও হার্ডওয়্যার দোকানে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে চান্দিনা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় চান্দিনা থানা পুলিশ দমকল কর্মীদের সহায়তা করেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন অগ্নিকান্ডে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এব্যাপারে চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণ করি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনাস্থল পরিদর্শন করেন।