ডেস্ক রিপোর্টঃ
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে খালে গোসল করতে নেমে নানি মমতাজ বেগম (৭০) ও নাতি শাফিনের (৭) মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিরারচর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী ব্যাপারী বলেন, নানি ও নাতি একসঙ্গে মেঘনা নদীসংলগ্ন একটি খালে গোসল করতে নামে। নাতি খালের পানিতে তলিয়ে গেলে নানি তাকে তুলতে গিয়ে নিজেও ডুবে মারা যান। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।