দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মুমিনুর রহমান এর কার্যালয়ে করোনা প্রতিরোধক বুথ হস্তান্তর করেছে “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” এবং “বাংলাদেশ মুক্তিবাহিনী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর”।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক মানবিক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরীর সার্বিক সহযোগিতা ও অর্থায়নে করোনা প্রতিরোধক বুথ হস্তান্তর করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে বুথ উদ্বোধন করেন, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জেলা ম্যাজিস্ট্রেট মাননীয় জনাব মোহাম্মদ মুমিনুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগাম বিভাগ এর সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর খান সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম মহানগর এর সিনিয়র সহ-সভাপতি রেজাউল আলম রিপন। বাংলাদেশ মুক্তিবাহিনী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন রুবেল যুগ্ন আহবায়ক রেজাউল আলম রিপন এবং সদস্য সচিব এহসানুল হক খোকা, যুগ্ম সদস্য সচিব তানজিল বিন রফিক, যুগ্ম সদস্য সচিব আফনান মাহমুদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব তানু বিন কেয়ারী ও অন্যান্য নেতৃবৃন্দগন।