অনলাইন ডেস্কঃ
ভারতের কেরালায় বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে । এরই মধ্যে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা ।
কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, ব্ল্যাকবক্স থেকে তা জানা যাবে বলে মনে করা হচ্ছে । শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বিমানটি দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে ভারী বৃষ্টির মধ্যে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে । বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি দুই টুকরো হয়ে যায় । বিমানটিতে সাত ক্রু সহ মোট ১৯১ জন আরোহী ছিলেন । করোনার কারণে দুবাইয়ে আটকে পড়া প্রবাসী ভারতীয়দের ফেরত আনা হচ্ছিল ফ্লাইটটিতে ।