বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
অন্তর্র্বতী সরকারের বড় সংস্কার হবে সুষ্ঠু নির্বাচন দেওয়া – কায়কোবাদ বরুড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, অপসারণের দাবি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩ কুমিল্লা কি অ্যামাজন জঙ্গল থেকে এসেছে; প্রশ্ন জামায়াত আমিরের সাবেক মন্ত্রী কায়কোবাদের জনসাধারণের কাছে খোলা চিঠি কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা তিতাসে নিখোঁজের সাড়ে তিন মাস পর বৃদ্ধ নারী’র হাড়গোড় উদ্ধার দেবিদ্বারের ধামতীতে ইউপি চেয়ারম্যানের বসতজমি দখল চেষ্টার অভিযোগ মুরাদনগরে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ কুমিল্লার যুবক বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক মন্ত্রী কায়কোবাদ এর মামলা প্রত্যাহারে দাবি হেফাজতে ইসলামের সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার দেশত্যাগে নিষেধাজ্ঞা সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না আমি, আমার কাজ আছে’ কুমিল্লা ময়নামতি ডাক্তারদের যৌন নির্যাতনের শিকার নারী শিক্ষার্থী; থানায় অভিযোগ কুমেকের প্রধান সহকারি দেলোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৪ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধন

  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৬৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লা ১৫৪ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধন

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

করোনা আক্রান্তদের চিকিৎসায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি ভেন্টিলেটর, ১০টি আইসিইউ বেড সহ ১৫৪ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের একটি ৬ তলা ভবনকে সম্পূর্ণভাবে কোভিক-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

এ ভবনে ডাক্তার, নার্স, কর্মকর্তা ও করোনা রোগীদের প্রবেশের জন্য আলাদা গেইট তৈরি সহ আনুসাঙ্গিক সকল সুযোগ-সুবিধা সংযুক্ত করা হয়েছে।

৩ জুন (বুধবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে করোনা ইউনিটের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

উদ্বোধন শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি বলেন, কুমিল্লায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই হাসপাতালটি জরুরী ছিল, তিনি বলেন, কুমিল্লা সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার প্রধানমন্ত্রী থেকে পিসিআর মেশিন চেয়ে এনেছেন, আমাকে আইসিইউ করার জন্য সহযোগিতা করতে বলেছেন, তার কথায় আমি দ্রুত অর্থ বরাদ্দ দেই। করোনা রোগীদের চিকিৎসায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, অনেক কষ্ট করে সকলের সহযোগিতায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এ হাসপাতালটির কার্যক্রম শুরু হলো, সুন্দর ও সুষ্টভাবে করোনা রোগীরা যাতে চিকিৎসা নিতে পারে এজন্য সাংবাদিক সহ সকলের সহযোগিতা চান এমপি বাহার। তিনি বলেন, আরো একটি পিসিআর মেশিন সংগ্রহ করা হবে, করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য আরো দুটি নমুনা সংগ্রহকারী টিম বাড়ানো হবে বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, ইতোমধ্যে অত্র হাসপাতালে নতুন আলাদা ভবনে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুুত করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের সংযোগ দেওয়া হয়েছে।

তিনি জানান, ৮ ঘন্টা করে ৩ শিফটে চিকিৎসা দেবেন ডাক্তারগণ। প্রতি শিফটে ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারি ও সহকারি মিলিয়ে ৩০ জন কাজ করবে। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা প্রদানকালীন সময়ে এ সকল ডাক্তার ও নার্স কর্মচারিরা হাসপাতালের কোয়ার্টারে থাকবেন। ১০ দিন পর এরা কোয়ারেন্টাইনে চলে যাবেন আসবেন ডাক্তারদের নতুন গ্রুপ। করোনা আক্রান্ত রোগী অত্র ইউনিটে পরীক্ষা-নিরিক্ষন সহ সকল সুবিধা পাবেন।

উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিএমএর সাধারন সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা. মোঃ মোরশেদুল আলম।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com