বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
যুব ও ক্রীড়া বিভাগ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাঙ্গরায় ধর্ষকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকরের দাবীতে বিক্ষোভ মাদ্রাসা ছাত্রদের ইফতার করালেন প্রবাসী আমিনুল মুরাদনগরে রাতের অন্ধকারে চলে মাটি কাটার মহোৎসব কায়কোবাদের পক্ষ থেকে শ্রীকাইলে যানবাহন শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাহার কন্যা সূচির জমি-ফ্ল্যাটসহ ৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই মুরাদনগরে বাবার হাতে শিশুপুত্র খুন নাঙ্গলকোটে প্রতিবাদ মিছিলে হামলা, আহত ১০ কুমিল্লায় রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার মুরাদনগরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ মুরাদনগরে আ.লীগ ও যুবলীগের দুই নেতা প্রেপ্তার মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

কুমিল্লা মহাসড়কে ‘ভুলে পুলিশের গাড়িতে ডাকাত’, আহত ১

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে
কুমিল্লা মহাসড়কে ‘ভুলে পুলিশের গাড়িতে ডাকাত’, আহত ১

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন; যাকে ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাজেশ বড়ুয়া জানান, সোমবার রাত আড়াইটায় মহাসড়কের কাকিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ আবু ইউসুফ (২৯) বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তাকে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বিকালে ওসি রাজেশ বড়ুয়া বলেন, “কোনো বিদেশফেরত ব্যক্তির গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশে ডিবি পুলিশের গাড়িতেই হামলা চালিয়েছে ডাকাত সদস্যরা।”

ঘটনার বিবরণে রাজেশ বড়ুয়া বলেন, সোমবার গভীর রাতে ডিবির একটি দল মহাসড়কের নিমসার সংলগ্ন আবিদপুর যাওয়ার রাস্তায় কাকিয়ারচর এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় বিকট শব্দে বিস্ফোরণের শব্দ হয়; তখন (চালক) গাড়ি থামায়।

“গাড়ি থামার সঙ্গে সঙ্গে রাস্তার পাশের ধানক্ষেত থেকে ৭ থেকে ৮ সদস্যের সশস্ত্র ডাকাতদল গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এ সময় ডিবির অফিসার ও ফোর্সরা দ্রুত গাড়ি থেকে নামলে সশস্ত্র ডাকাতদল ডিবির জ্যাকেট পরিহিত পুলিশ দেখে আক্রমণাত্মকভাবে তাদের লক্ষ্য করে গুলি করতে শুরু করে।”

ওসি রাজেশ বলেন, ওই সময় আত্মরক্ষার্থে ডিবি পুলিশ সদস্যরা পাল্টা গুলি করলে ডাকাতদল দিগ্বিদিক পালাতে থাকে। এক পর্যায়ে গোলাগুলি ও পুলিশের বাঁশির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন।

“পরে স্থানীয় লোকজন এবং ডিবি পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী ধানক্ষেত ও খালি জায়গায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাত সদস্যকে পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।”

ওই সময় ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, একটি ছেনি, একটি দা, একটি কিরিচ, একটি লোহার রড ও একটি কার্তুজ উদ্ধার করা হয় বলে তিনি জানান।

ওসি রাজেশ আরও বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- ডাকাত দল বিদেশ থাকা আসা প্রবাসীর গাড়ি ভেবে মালামাল লুট করার উদ্দেশ্যে আমাদের গাড়িতে হামলা করেছে।”

পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তিসহ ‘পলাতক ডাকাতদের’ আসামি করে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ: বিডিনিউজ২৪.কম


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com