কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের ডাক্তারদের দ্বারা জান্নাতুল মাসুম ময়না (৩৭) নামের এক শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় গালমন্দ, শ্লীলতাহানীসহ যৌনপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জান্নাতুল মাসুম ময়না (৩৭) বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র ডা. নজরুল ইসলাম, নগরীর রেইসকোর্স এলাকার ডা. আব্দুর রব এর পুত্র ডা. রইস আব্দুর রব (৫৫), নগরীর চৌধুরী পাড়া এলাকার মৃত বজলুর রহমানের পুত্র ডা. মো. তাইফুর রহমান (৬০)।
অভিযোগ সূত্রে জানাযায়, ময়নামতি মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা. আনিসের প্যানেল বাতিলের দাবি, সাম্নকলিপি প্রদান,ময়নামতি কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা.আব্দুল বাকি আনিস ও তার সমর্থিত প্যানেল বাতিল এবং কুমিল্লার স্বাস্থ্য ব্যবস্হায় তাদের অবাঞ্চিত ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করিয়া আমিসহ উপরোক্ত সাক্ষীরা এবং আরো কয়েকশত বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা জেলা প্রশাসক সহ প্রধান উপদেষ্টা,স্বাস্থ্য উপদেষ্টা,স্বরাষ্ট্র উপদেষ্টা,আইন উপদেষ্টা, সচিব স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, সভাপতি-সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ),সিভিল সার্জন, পুলিশ সুপার, সভাপতি-সাধারণ সম্পাদক কুমিল্লা প্রেস ক্লাব ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বরাবর স্মারকলিপি প্রদান ঘটনাস্থল কোতয়ালী মডেল থানাধীন ৬ নং জগন্নাথপুর ইউপিস্হ বারোপাড়া সাকিনের ময়নামতি মেডিকেল কলেজ কুমিল্লায় উপস্থিত হইলে উপরোক্ত বিবাদীরা আমাকে দেখিয়া প্রথমত অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে। এক পর্যায়ে বিবাদীরা আমাকে ঝাপটাইয়া ধরিয়া অশ্লীল কথা বলে এবং আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্হানে হাত দিয়া শ্লীলতাহানি করে,যৌনপীড়ন দেয়।
আমার শোর-চিৎকারে বৈষম্য বিরোধী ছাত্ররা এগিয়ে আসলে বিবাদীরা আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধুমকি প্রদান করে, দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমি বিষয়টি বৈষ্ণব বিরোধী ছাত্রদের সাথে বিস্তারিত আলোচনা করতে এবং থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করতে বিলম্ব হইলো।