- সাজ্জাদ হোসেন শিমুল:
এ বছর (২০২৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা হয়েছে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ। এ প্রতিষ্ঠানে ৪১২ জিপিএ-৫সহ ৯৯.২৯ শতাংশ পাশ করেছে।
এ বছর মোট পরিক্ষার্থী ছিলো ৭০৯ জন, পাশ করেছে ৭০৪ জন। মেয়েদের পাশের হার ৯৮.১ শতাংশ অপর দিকে ছেলেদেরা শত ভাগ পাশ করে। বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞানে ৩৪১ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন, মানবিকে ২২০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন এবং ব্যবসা শিক্ষায় ১৪৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ জন। সর্বমোট ৪১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে।
রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরী ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল মজিদ স্যারের দিক নির্দেশনায় ও কলেজ পরিচালনা পরষদ এবং শিক্ষকদের সহযোগিতায় ও অন্তরিকতায় বোর্ড সেরা ফলাফল অর্জন করতে পেরেছি। তবে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়।