- ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।
শুক্রবার (১০ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৬ হাজার ৭৭৫ জন ছাত্র-ছাত্রী ২১ হাজার ৮৫৪টি আবেদন করেছেন। একজনে একাধিক বিষয়েও আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। ফেল করেছেন এমন ৪৪ জন পাস করেছেন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।
এবার এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক সাত দুই শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৯০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন।