রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ – ২০২১ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধান নির্বাচন কমিশনার ড. এ. কে. এম রায়হান উদ্দিন, নির্বাচন কমিশনার নকীবুন নবী ও মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানা যায়। এবং নির্বাচনের জন্য ১৩ ই ডিসেম্বর ধার্য্য করা হয়েছে।
৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রি শুরু করা হবে।
৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
১৩ ডিসেম্বর প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।