ডেস্ক রিপোর্টঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন।
কুমিল্লা জেলা পুলিশের আয়োজনের পুলিশ লাইন্স কুমিল্লায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা ও তার পরিবারের আত্মার মাগফেরাত দোয়া, জাতির পিতার স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করেন পুলিশ সুপার জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ও কুমিল্লা জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।