ডেস্ক রিপোর্টঃ
হুমায়ন কবির কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের এক নম্বর সাংগাঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দলীয় সভাপতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন।
হুমায়ন কবির জানান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলি এমপি, জননেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এম পি, যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা আহামেদ হোসেনকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি।
উল্লেখ্য যে, হুমায়ন কবির দীর্ঘ ২৬ বছর ধরে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।