চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়কালে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ হারুন অর রশিদ (৩৮) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।