নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে তারই ২ কন্যাকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ সোমবার (২৬ অক্টোবর) মাদকাসক্ত আবুবক্কর ছিদ্দিককে (৫০) গ্রেফতার করেছে। বাবার বিরুদ্ধে দুই কন্যাকে শ্লীলতাহানির এই অভিযোগ উঠেছে জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামে। মঙ্গলবার দুপুরে দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার তথ্যটি নিশ্চিত করেন।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামের রাজমিস্ত্রীর ঠিকাদার মো. আবু বক্কর ছিদ্দিক (৪৭) মাদকাসক্ত। প্রায় এক বছর ধরে সে তার স্ত্রী হাসিনা বেগমকে মারধর করাসহ তার দুই মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে আসছিল। তাকে কেউ বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করতো।
মামলার বাদী আবু বক্করের স্ত্রী হাসিনা বেগম জানান, তার স্বামী প্রায়ই নেশা করে বাড়ি ফেরে। তার নেশা করার বিষয়ে প্রতিবাদ করলে মেয়েদেরকে নিয়ে তাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিতেন।
তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর রাত ২টার দিকে আমার স্বামী নেশাগ্রস্ত হয়ে আমার দুই কন্যার কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে এবং তাদের জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে, আমি এগিয়ে গিয়ে তাদের রক্ষা করি।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, মেয়েদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত মো. আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।