ডেস্ক রিপোর্টঃ
আজ (১৭ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী। আজ (১৭ আগস্ট) সকাল কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য জানান।
কুমেক হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৩ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানান, কুমিল্লায় এই পর্যন্ত ছয় হাজার ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৭৫৩ জন এবংমারা গেছেন ১৫৬ জন।