নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার জগতপুর ও মঙ্গলকান্দি-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় একটি শিয়ালকে ক্ষুব্ধ গ্রামবাসী পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়। পরে শিয়ালের কামড়ে আহতদের স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহতরা হলেন, ২য় দশানীপাড়ার শাহ আলম আযাদের খালা শামসুন্নাহার (৭৩), সরকারপাড়ার সুজন মিয়ার মেয়ে সানিয়া (৬), মোবারক মিয়ার ছেলে মোঃ বাবু (২২), ১ম গোবিন্দপুরের মফিজুদ্দিনের মেয়ে লিপি আক্তার (১৫), মঙ্গলকান্দি-রায়পুরের কফিলউদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আমিনউদ্দীনের ছেলে আঃ হক (৬০) ।
শিয়ালের কামড়ে আহত শামসুন্নাহারের ছেলে শাহ নেওয়াজ আযাদ বলেন, আমার আম্মা নামাজ পড়ার জন্য টিউবওয়েলে ওজু করতে গেলে ওজুরত অবস্থায় দলবদ্ধ শিয়াল আক্রমণ করে আমার আম্মাকে পায়ে কামড়ে আহত করেছে।
জগতপুর সরকারপাড়ার প্রত্যক্ষদর্শী ইয়াছিন ভুঁইয়া জানান, বাবু বাড়ির উঠানে দাঁড়ানো ছিল। হঠাৎ একটি শেয়াল বাবুকে কামড়িয়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি শেয়ালকে আটকে সবাই বেদম মার দেয়। এতে শেয়ালটি মারা যায়। অপর শেয়ালটি পালিয়ে যায়।
অপর প্রত্যক্ষদর্শী মোখলেছুর রহমান জানান, গ্রামে শেয়ালের উপদ্রব বেড়েছে। রাতে শেয়ালের দল চিৎকার চেঁচামেচি করে। প্রায়ই খাবারের সন্ধানে শেয়ালের দল বাড়ি-ঘরে হানা দেয়। তবে আগে এভাবে কখনও কাউকে কামড়ে দেয়নি।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডাঃ সরফরাজ হোসেন খান জানান, হাসপাতালে ৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা নিয়ে বাড়িতে চলে যায়। বাকিদেরকে আগামীকাল সকালে এসে জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।