নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা সদর দক্ষিণে অজ্ঞাত এক যুবতীর (৩২) বোরকা পরিহিত হাত বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা এগারোটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
জানা যায়, বুধবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে বোরকা পরিহিত এক যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা।
বেলা এগারোটায় সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর লাশটি এখানে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।