ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ চারজন নি’হত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি’হতরা সবাই লেগুনার যাত্রী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার হরিণধরা এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে সিলেট অভিমুখী একটি ট্রাক অপর একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লা অভিমুখী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সং’ঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। এ ঘটনায় নিহতের স্বজনদের মাঝে শোকের আহাজারি বিরাজ করছে।
নিহতরা হলেন- জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত নবী নেওয়াজ ভূইয়ার ছেলে কুয়েত প্রবাসী ওসমান গণি ভূইয়া (৪০) ও তার বোন রিপা আক্তার (৩৬), দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্গীয় বিপিন চন্দ্র সাহার ছেলে সাধন চন্দ্র সাহা (৫০) এবং মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লেগুনা হেলপার সাজিদ (১৮)।
নিহ’ত দুই ভাই-বোনের স্বজনরা জানান, কোরবানির ঈদের গরু ক্রয় করতে টাকার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনায় তারা মা’রা যান।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।