নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুতের ল্যাম্পপোষ্ট গুলোতে তারের জটলার কারনে যেমন সৌন্দর্য্য হানি হচ্ছে, তেমনি যে কোন সময় বড়সড় দুঘর্টনারও প্রবল সম্ভাবনা বাড়ছে।
নগরীর কান্দিরপাড়, চকবাজার, রাজগন্জ, রাণিরবাজার ইত্যাদি জনবহুল এলাকাগুলোতে তারের জটলার দৃশ্য সবার দৃষ্টিতেই পড়ছে।
সম্প্রতি নগরীর কান্দিরপাড়ের বিদ্যুতের তারের জটলার কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেছেন সংবাদকর্মী। আর এতেই বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন স্তরের লোকজন। এড. আনিছুর রহমান মিঠু তার ফেসবুক পেইজে লিখেছেন ঝুলন্ত তার , মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করে জেলা প্রশাসকের ভূমিতে গড়ে উঠা মার্কেট, দুটোই সৌন্দর্য বৃদ্ধি করেছে (কান্দিরপাড় মসজিদ মার্কেট)।