নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সকাল ১১ টায় কুমিল্লা জেলা কমান্ড কার্যালয়ের সামনে, কমান্ডার সফিউল আহমেদ বাবুল এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি আঘাত মানেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি আঘাত। দল মত নির্বিশেষে সারা দেশের আপামর জনতা স্বাধীনতা বিরোধীদের এমন চক্রান্ত রুখে দেবে। সেই সঙ্গে ভাস্কর্য ভেঙ্গে ফেলার জড়িতধের গ্রেপ্তার ও শাস্তি প্রদানের জোর দাবি জানান।