বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
কুমিল্লার ৭ আসনে প্রার্থী চূড়ান্ত করল তৃণমূল বিএনপি দাউদকান্দিতে ভূয়া দুই চিকিৎসককে জরিমানা কুমিল্লার ১১ সংসদীয় আসনে মনোনীত হলেন যারা জেলা কমান্ড্যাট-এর সাহসিকতায় ছিনতাইকারী গ্রেফতার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাইউস্টের ত্রয়োদশ শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুরাদনগরে পানিতে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু মুরাদনগরে গোমতী নদীর চরে এসিল্যান্ড’র অভিযান, লাখ টাকা জরিমানা মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত ইউসুফপুর আইডিয়েল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য প্রার্থী নাজমুল হোসেন সরকার দাদীকে হত্যার পর জানাজা ও দাফনে অংশ নেয় খুনী সাগর কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত মুরাদনগরে দূর্গা পূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুমিল্লায় বিপুল পরিমাণ চোরাই যানবাহন’সহ চোরচক্রের ১২ সদস্য গ্রেফতার

কুমিল্লায় প্রতিদিনই কমছে পেঁয়াজ দাম!

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

কুমিল্লায় প্রশাসনের পাশাপাশি দোকান মালিক সমিতির তদারকি অভিযান চলছে। আর এ কারনেই প্রতিদিনই একটু একটু কমছে পেঁয়াজের দাম। এতে করে স্বস্থি ফিরেছে ক্রেতাদের মনে। তবে স্টক ব্যবসায়ীরা পড়েছেন বিপদে। অগ্রীম পেঁয়াজ কিনে গুদামজাত করেছেন। এখন বিক্রি না হওয়ায় পচন শুরু করেছে।

গতকাল সোমবার নগরীর অন্যতম পাইকার বাজার চকবাজারের তেরীপট্টিতে গিয়ে দেখা যায়, বাজারে পাইকারী ৪৮-৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা কেজী প্রতি ৬০-৬৫ টাকা। আজ মঙ্গলবার সরেজমিনে নগরীর রাজগঞ্জ- চকবাজারের তেরীপট্টিতে ঘুরে ও পাইকারদের সাথে কথা বলে জানা যায়, গতকালের চেয়ে আজ অন্তত কেজী প্রতি ২/৩ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে ৪০-৪৫ টাকা আর খুচরা বাজারে ৫০-৬০ টাকা কেজী দরে বিক্রি হচ্ছে।

কুমিল্লা জেলা ব্যবসায়ী নেতারা জানান, প্রশাসনের সাথে দোকান মালিক ও মার্চেন্ট এসোসিয়েশনের সমন্বিত সমন্বিত অংশগ্রহনের ফলে বাজারে প্রতিদিনই পেঁয়াজের দাম কমছে। সাশ্রয়ী মূল্য পেঁয়াজ বিক্রি করছে বিক্রেতারা। পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে।

মঙ্গলবার অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নার্গিস সুলতানা। বাজার ঘুরে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। গতকালের তুলনায় আজ দাম অন্তত ঙ্গ টাকা কমেছে। তবে বেশী দামে পেঁয়াজ বিক্রি করার মত কোন অভিযোগ পাই নি। যদি কোন অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন থেকে এমন অভিযান অব্যহত থাকবে।

অভিযান শেষে কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা দোকান মালিক সমিতি থেকে নিয়মিত তদারকি করছি। পেঁয়াজের বাজার স্থিতিশলি আছে। এমন অবস্থা অব্যহত রাখতে দোকান মালিক সমিতি বদ্ধ পরিকর।

চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে কুমিল্লা জেলা প্রশাসন ভোক্তা অধিদপ্তরসহ ব্যবসায়ী সমিতির নেতারা সক্রিয় রয়েছে। আশাকরি কেউ পেঁয়াজ নিয়ে বাড়তি সুবিধা গ্রহণ করতে পারবে না।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সদস্য ফয়েজ আহমেদ, মোস্তাফিজুর রহমান বিপু, সদস্য শাহাদাৎ খান সুমন, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক লিটন মিয়া, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী নির্বাহী সদস্য আলমগীর হোসেনসহ অন্যনারা। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com