নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় নগরীতে অনিয়মের কারণে পিয়ারলেস হাসপাতাল ও আকন্দ জেনারেল হাসপাতালকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। এ সময় হাসপাতাল দুটি সিলগালা করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনের অতিরিক্ত শয্যা ব্যবহার, নিম্নমানের অপারেশন থিয়েটার ও অনুমোদনহীন ল্যাব ব্যবহার করার অভিযোগে ২০ হাজার ও ৩০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদন না থাকায় আকন্দ জেনারেল হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ এনামুল হাসান। জেলা আনসার সদস্যের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসন।