ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লা ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড তামজিদ সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশন এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় গোয়েন্দা পুলিশ ১টি পিকআপ গাড়ি, ২টি ছেনী, ১ টি কাটার, ২ টি ছুরি, একটি রেঞ্জ, একটি কাটার প্লাসসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর বাড়ির নুরুজ্জামানের ছেলে মোঃ মানিক (কালা মানিক) (২৭), কুমিল্লা জেলা তিতাস থানার নারায়ন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সিরাজ (২৪), চাঁদপুর জেলা চাঁদপুর সদর থানার লোদের গাঁ গ্রামের মো হান্নানের ছেলে মোঃ রনি (২৫), কুমিল্লা জেলা বরুড়া থানা বাতাবাড়িয়া গ্রামের মাফুলের ছেলে মো সাহেদ (২৬), কুমিল্লা জেলা দাউদকান্দি থানা আউটবাগ গ্রামের ফুল মিয়া বেপারীর ছেলে মোঃ জামাল (৩৫)।