স্টাফ রিপোর্টারঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার কর্মকর্তা এবং কর্মচারীরা বঙ্গবন্ধু মোড়লে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার (৩ আগস্ট) সকালে ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ড ক্যাম্পাসে বঙ্গবন্ধুর স্মারক সংলগ্নে এ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ।
এসময় আরো উপস্থিত ছিলেন-বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মো: জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক মো: আজহারুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি মো: আব্দুল খালেকসহ বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।