ডেস্ক রিপোর্টঃ
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১২০০ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার মনোহরগঞ্জ উপজেলার ২ জন, মুরাদনগর উপজেলার ৩ জন, চান্দিনা উপজেলার ৪ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৫ জন, বুড়িচং উপজেলার ৫ জন, আদর্শ সদর উপজেলার ১ জন, বরুড়া উপজেলার ৫ জন, লালমাই উপজেলার ১ জন, দেবিদ্বার উপজেলার ৯ জন, লাকসাম উপজেলার ৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১১ জন।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৭৪ জন, মুরাদনগর ২৬৭ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১২০০ জন, লাকসাম ৩০৪ জন, চান্দিনা ২২৫ জন, তিতাসে ১২২ জন, দাউদকান্দি ১৫৯ জন, বরুড়া ১৬৮ জন, বুড়িচং ২০৮ জন, মনোহরগঞ্জ ১৩৫ জন, ব্রাহ্মণপাড়া ৬৬ জন, নাঙ্গলকোট ২৭৮ জন, হোমনা ১৮১ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১৪৮ জন, লালমাই ৭৮ জন, চৌদ্দগ্রাম ৪২২ জন, আদর্শ সদর ১৬৭ জন, মেঘনা ৪৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৪৬১৫ জন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২২ হাজার ৩২৪ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ০৩০ জনের। এর মধ্যে ৪৬১৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১২৩ জন এবং সুস্থ হয়েছে ২৫৯০ জন।