ডেস্ক নিউজঃ
আজ সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৭০৯ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ১ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৬ জন, লালমাই উপজেলার ৪ জন, নাঙ্গলকোট উপজেলার ২৬ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৭৪ জন।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৮২ জন, মুরাদনগর ২১৫ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৭০৯ জন, লাকসাম ১৭৩ জন, চান্দিনা ১৭০ জন, তিতাসে ৭১ জন, দাউদকান্দি ১১৫ জন, বরুড়া ৮৪ জন, বুড়িচং ১৪৪ জন, মনোহরগঞ্জ ৭৩ জন, ব্রাহ্মণপাড়া ৫১ জন, নাঙ্গলকোট ১৫৫ জন,হোমনা ৬৯ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৭২ জন,লালমাই ৩৭ জন, চৌদ্দগ্রাম ২১৩ জন, আদর্শ সদর ১১২ জন, মেঘনা ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ২৭৯২ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৬ হাজার ৬৫২ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ১২৬ জনের। এর মধ্যে ২৭৯২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৮৩ জন এবং সুস্থ হয়েছে ৭৯৯ জন।