ডেক্স নিউজঃ
গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৪৯৩ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার মনোহরগঞ্জ উপজেলার ১২ জন, বুড়িচং উপজেলার ৪ জন, সদর দক্ষিন উপজেলার ৮ জন, তিতাস উপজেলার ১০ জন, বরুড়া উপজেলার ৩ জন, হোমনা উপজেলার ৪ জন, লাকসাম উপজেলার ৬ জন, দাউদকান্দি উপজেলার ৭ জন, মুরাদনগর উপজেলার ৩ জন, চান্দিনা উপজেলার ২ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৩ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৫৫ জন।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২২৪ জন, মুরাদনগর ১৮২ জন,কুমিল্লা সিটি কর্পোরেশন ৪৯৩ জন, লাকসাম ১৫২ জন, চান্দিনা ১৫০ জন, তিতাসে ৫৩ জন, দাউদকান্দি ৮১ জন, বরুড়া ৬০ জন, বুড়িচং ১২২ জন, মনোহরগঞ্জ ৪৩ জন, ব্রাহ্মণপাড়া ৪৮ জন, নাঙ্গলকোট ৯১ জন, হোমনা ৪২ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৫১ জন, লালমাই ১৬ জন, চৌদ্দগ্রাম ১৭৯ জন, আদর্শ সদর ৯২ জন, মেঘনা ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ২১২৫ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৪ হাজার ৬৯৫ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ০৪৫ জনের। এর মধ্যে ২১২৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৫৯ জন এবং সুস্থ হয়েছে ৫০৫ জন।