ডেস্ক রিপোর্টঃ
আজ রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৮২০ জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ২১ জন, বরুড়া উপজেলার ৫ জন, লালমাই উপজেলার ১ জন, দেবিদ্বার উপজেলার ১০ জন, বুড়িচং উপজেলার ৯ জন, আদর্শ সদর উপজেলার ১০ জন, মুরাদনগর উপজেলার ১৮ জন, দাউদকান্দি উপজেলার ১ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৫৫ জন, নাঙ্গলকোট উপজেলার ১৭ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ১ জন ও চৌদ্দগ্রাম উপজেলার ১০ জন।
উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩১৬ জন, মুরাদনগর ২৩৭ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৮২০ জন, লাকসাম ১৯৩ জন, চান্দিনা ১৮৮ জন, তিতাসে ৯৩ জন, দাউদকান্দি ১৪০ জন, বরুড়া ৮৯ জন, বুড়িচং ১৬৫ জন, মনোহরগঞ্জ ৮৭ জন, ব্রাহ্মণপাড়া ৫২ জন, নাঙ্গলকোট ১৯০ জন, হোমনা ১১০ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৯৬ জন, লালমাই ৪৩ জন, চৌদ্দগ্রাম ২৪১ জন, আদর্শ সদর ১২২ জন, মেঘনা ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৩২৩২ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৮ হাজার ৩০৮ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৬ হাজার ৭১৪ জনের। এর মধ্যে ৩২৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৯১ জন এবং সুস্থ হয়েছে ১৩০৬ জন।