নিজুস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে এসিড নিক্ষেপ করেছে এক বখাটে যুবক। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া গ্রামে বাগড়া-কুমিল্লা সড়কের পূর্ব পাশে মো. হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো কসবা উপজেলার নয়নপুর গ্রামের মোখলেছ মিয়া ও তার পরিবার । গত বৃহস্পতিবার রাতে মোখলেছ মিয়ার ১৩ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার মনিকে ঘুমন্ত অবস্থায় কে বা কারা এসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে। এসিডে মনির মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজন ও এলাকাসীকে জিজ্ঞেসাবাদ করে। পরদিন মনির বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করে। শনিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মো. হারুন (৩১) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞেসাবাদে এসিড নিক্ষেপের কথা স্বীকার করে হারুন। হারুনের সাথে মনির প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় হারুন। সম্প্রতি মনি তাকে এড়িয়ে চলায় ক্ষোভে এসিড নিক্ষেপ করে বলে জানায় হারুন।
ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, হারুন ম্যাজিস্ট্রেটের কাছে তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আহত কিশোরীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।