প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে ভিন্ন আঙ্গিকে নতুন বই পৌঁছে দিলেন সরকার।
রবিবার (০৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা কালেক্টরী স্কুল এন্ড কলেজ সহ তিনটি স্কুলে কোমলমতী শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরন করলেন কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজর মীর ।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত ওসমান উপপরিচালক স্থানীয় সরকার কুমিল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবদুল মজিদ, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা বিদ্যালয়ের অধ্যক্ষ এম নার্গিছ আক্তার, সহকারী শিক্ষক উত্তম কুমার রায় সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে ২০১০ সালের পর থেকে প্রতিবছর পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেনির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো। কিন্তু করোনাভাইরাস বদলে দিয়েছে প্রায়এক দশক ধরে চলে আসা প্রচলিত এই নিয়মের। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবছরে সমাবেশ করে কোন বই উৎসব হচ্ছে না। তবে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ করা হয়েছে। চলতি বছরে দেশব্যাপী ৪ (চার) কোটি ১৭ লাখ শিক্ষার্থীদের জন্য মোট সাড়ে ৩৪ কোটি বই দেয়া হবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচটি ভাষায় প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেনি পর্যন্ত প্রায় ২ লাখ ১৪ হাজার বই দেয়া হবে। সেইসঙ্গে প্রায় ৯ হাজার দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল পদ্ধতির বই বিতরণ করা হবে।বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়, যা এখন পর্যন্ত খোলেনি।
মহামারীর কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা ছাড়াই প্রমোশন দেয়া হয়েছে সব শ্রেণীর শিক্ষার্থীদের।