ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী সায়েমের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নগরীর পূবালী চত্তরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়ান কলেজে ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রাকিবুল ইসলাম, বাহার উদ্দিন, দেবপ্রদা চক্রবর্তী দীপ, মোঃ জালাল উদ্দিন, অর্নব সিংহ রায়, সাবেক যুগ্ম আহবায়ক সুলতান আহাম্মেদ সাকিব, মহানগর ছাত্রলীগ নেতা আবু হেনা, মুন্নি আক্তার মিম্মিসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, মিনহাজ হোছাইন তুরাগ, জাহিদুল ইসলাম বাবুসহ ছাত্রলীগের নেতাকমীরা। বক্তারা কাজী সায়েমের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আগামী ৩ দিনের মধ্যে সময় টেলিভিশন কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে সারাদেশে সময় টেলিভিশনে ছাত্রলীগের নানা অপকর্ম নিয়ে একটি প্রতিবেদন করে। সেই নিউজে মাদক ব্যবসায় র্যাবের হাতে আটক স্বেচ্ছাসেবকলীগ নেতার সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েমকেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়। এই প্রতিবেদন প্রকাশের পর থেকে সায়েমকে অন্যায়ভাবে অপরাধের তালিকায় আনায় কুমিল্লার ছাত্র সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছেন।