নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২৯৬ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক সূত্রে এমন তথ্য জানাযায়। তারা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলেও জানাযায়।
নিহতদের মধ্যে কুমিল্লা নগরীর ২ জন, বরুড়া উপজেলা, লালমাই উপজেলা ও হোমনা উপজেলার একজন ।
এছাড়া আজ কুমিল্লায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২জন। এর ফলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ হাজার ২ জনে। এরা হলেন কুমিল্লা নগরীতে ৭৮ জন, নাঙ্গলকোটে ৩ জন,লালমাইয়ে ২ জন, লাকসামে ২ , বরুড়ায় ২, মুরাদনগরে ১, সদর দক্ষিণে ১, চান্দিনায় ১, দেবিদ্বারে ১ এবং চৌদ্দগ্রামে একজন।