কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় ইয়াবার ৪আসামীকে ছাড়িয়ে নিতে এসে ঘুষের ২লাখ টাকাসহ ৬জনকে আটক করেছে র্যাব ১১। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে র্যাব ১১ সিপিসি ২ এর একটি দল।
র্যাব ১১ সিপিসি ২ এর অধিনাযক মেজর সাকিব জানান, সোমবার (১০ আগষ্ট) নগরীর নানুয়াদীঘি এলাকা থেকে ৩০৫পিচ ইয়াবা, ১২ক্যান বিয়ার, মাদক বিক্রির ৩৭হাজার টাকা সহ চার মাদক ব্যবসায়ী সজীব, নিপু, জলিল ও আবুলকে গ্রেফতার করে। তাদেরকে র্যাব অফিসে নিয়ে আসলে বোরহান মাহমদু কামরুলসহ ৬জন আসামীদের ছাড়িয়ে নিতে ২লাখ টাকা উৎকোচ প্রদানের চেষ্টা করলে র্যাব তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন ও উৎকোচ প্রদানের চেষ্টার অপরাধে দুদকের মামলা প্রদানের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।