নিজস্ব প্রতিবেদকঃ
মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। মহাসড়ক বন্ধের কারণে সাত কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে অচল হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আলাউদ্দিন জিহাদীর অনুসারীরা আকস্মিকভাবে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক বন্ধ করে। বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।