প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
আজ ০৪ জানুয়ারি কুমিল্লা জেলায় নতুন করে আরও ১২ জনের পজিটিভ ধরা পড়েছে।
এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ০৬৭ জনে। আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছি। ফলে মৃত্যুর সংখ্যা ২৬২জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন ০৫ জন,বরড়া০১ জন,আর্দশ সদর ০৬জন।
আজকের রিপোর্টে ১০ জন সুস্থ্য দেখানো হয়েছি। আজকের সুস্থ্য কুমিল্লা সিটি কর্পোরেশন ০৬ জন, বুড়িচং ০৪ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৩৬৩ জন করোনা রোগী।
সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৮ হাজার৭৩৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৮ হাজার ২৮৭জনের। এর মধ্যে ৯ হাজার ০৬৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।