চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় অসামাজিক কাজের দায়ে গৃহবধূ ও একজন পুরুষকে আটক করে জেল হাজতে প্রেরণ করে চান্দিনা থানা পুলিশ।
রবিবার (৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন- বেলাশ্বর গ্রামের একজন গৃহবধূ ও মহারং গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রিকেন (৩৮)।
চান্দিনা থানার এসআই মো. আবদুস সুলতান জানান, শনিবার (৫ জুন) গভীর রাতে চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের বেলাশ্বর গ্রামে অসামাজিক কাজের দায়ে একজন গৃহবধূ ও একজন পুরুষকে ওই গৃহবধূর বসতঘর থেকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, স্থানীয়রা অনৈতিক কাজের দায়ে একজন মহিলা ও একজন পুরুষকে আটক করে থানায় খবর দেয়। আমরা তাদেরকে অনৈতিক কাজের দায়ে জেল হাজতে প্রেরণ করেছি।