বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
“অপারেশন ডেভিল হান্ট” মুরাদনগরে যুবলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বাবু গ্রেপ্তার নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে অবৈধ ইটভাটাকে ৩লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঘোষণা ব্যঙ্গ করে নাম ডাকায় হোমনায় কিশোরের ছুরিকাঘাতে কিশোর খুন কুমিল্লায় আইনজীবী সমিতিতে আ’লীগের দুই নেতা, বিক্ষুব্ধ আইনজীবীরা মুরাদনগরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে স্বাগত মিছিল মুরাদনগরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন জামায়াতের কর্মী সম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কায়কোবাদ দাদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, নাগরিক সমাজের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন ঘোড়াশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গৌরীপুর একাডেমি চ্যাম্পিয়ন মুরাদনগর ভূতাইলে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ কুবি’র নবীন বরণ ও মিলন মেলা মুরাদনগরে পিৎজা গ্যালারির উদ্ধোধন বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২১ বার পড়া হয়েছে

ফয়সাল মবিন পলাশঃ

কুমিল্লায় বেড়েই চলেছে অবৈধ গ্যাস সংযোগ। নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে অবৈধ সংযোগ নেয়ায় যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে, অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রতিদিনই সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র কুমিল্লার বাখরাবাদ। প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারসহ রাজনৈতিক প্রভাবশালীদের কেউ কেউ ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্নস্থানে হাজার হাজার অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগ রয়েছে, ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও কিছুদিনের মধ্যে আবারও সংযোগ টেনে নেয় ওই অসাধু চক্রটি। অনেক স্থানে আবার গ্যাসের লাইন মাটির নিচ দিয়ে না নিয়ে মাটির ওপর দিয়ে টেনে নেয়া হয়েছে। মাটির ওপরে ও রাস্তার পাশে পাইপ থাকায় যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে কর্তৃপক্ষের দ্রুত কার্যকর প্রদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা। কুমিল্লা সচেতন নাগরিক কমিটির সভাপতি বদরুল হুদা জেনু বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের কথা তো বলবোই এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিষয়ে নজর দেয়া দরকার যাতে করে অবৈধভাবে গ্যাস অপচয় না হয়।’

প্রতিদিনই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সকল প্রস্তুতি নেয়া আছে। যদি আমাদের টিম কোনভাবে বাধাগ্রস্ত হন আমরা সে লাইনগুলো অপসারণে ব্যবস্থা গ্রহণ করবো।’

এ পর্যন্ত ৩৫৫ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন ও প্রায় ৯০ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন ধ্বংস করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com