সাজ্জাদ হসেন শিমুলঃ
কুমিল্লায় অনলাইন ভিত্তিক জমকালো আয়জনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এসো মিলি প্রাণে প্রাণে’ শিরোনামে আবৃত্তির অনুষ্ঠান।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠানের ১ম পর্ব প্রচারিত হবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার এম.পি। যিনি করোনাকালে তাঁর মানবিকতা ও কাজের মাধ্যমে কুমিল্লাবাসীর মনজয় করেছেন। বীর মুক্তিযোদ্ধা হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহার একজন সফল রাজনৈতিক ব্যাক্তিতের পাশাপাশি কুমিল্লায় তিনি সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ ভূমিকা রেখে আসছেন।
এ আবৃত্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক,অজিতগুহ মহাবিদ্যালয় এবং তাহসিন বাহার সূচনা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক – জাগ্রত মানবিকতা।
এ অনলাইন ভিত্তিক আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, বাঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কণ্ঠশিল্প বাংলা, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র, কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা, চিরতরুণ পর্ষদ, স্বরধ্বনি আবৃত্তি কুঞ্জ, শব্দ-কণ্ঠ চর্চা কেন্দ্র এবং “অ” আবৃত্তি চর্চাশালা।
বুধবার (২২ জুলাই) অনুষ্ঠানের ১ম পর্ব প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টায় , ভারত সময় রাত ৮ টা ৩০ মিনিট, নিউইয়র্ক সময় সকাল ১১ টা।