নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীর রেইসকোর্সে অবস্থিত হিউম্যান ডায়াগনষ্টিক এন্ড হাসপাতালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় নির্ধারিত বেড থেকে বেশি বেড পাওয়ায় এবং ওপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন থাকায় ও বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখায় হিউম্যান হসপিটাল মালিক পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম । এ সময় সহযোগিতা করেন কুমিল্লা সিভিল সার্জন অফিয়াল টিম।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,হাসপাতালগুলোতে ভাল মানের সেবা দেওয়ার জন্য এবং গুণগত মান সঠিক রাখার জন্য কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।