বরুড়া উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার কালিন্জিপাড়ায় তালহা নামে এক মাদ্রাসার শিক্ষক ট্রাক -মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
রোববার (১৩ ডিসেম্বর) ভোরে বরুড়ার আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা তালহা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার সকালে বরুড়া উপজেলার কালিন্জিপাড়া এলাকায় মোটর সাইকেল চালক তালহা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর আরোহী মাদ্রাসার শিক্ষক মারাত্বকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত তালহা বরুড়া পৌর সদরের পাঠান পাড়া ভূঁইয়া বাড়ীর বাসিন্দা।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাঁশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।